মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সরাইলে হত্যা মামলার আসামি ধরা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

প্রকাশিতঃ ১২ এপ্রিল, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যা মামলার আসামি ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ এমরানুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,গত ৭ মার্চ বিশুতারা গ্রামের নিজ বাড়ির পাশে কিচ্ছালডি খালের পাড় থেকে রোকেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। রোকেয়া বেগম ওই গ্রামের পশ্চিমপাড়া বড় বাড়ির আবুল কালামের স্ত্রী ছিলেন। নিহতের ছেলে মন্নাফ মিয়া বাদী হয়ে একই এলাকার ইনসান গ্রুপের ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন এ ঘটনায়।

তিনি আরও বলেন, এ মামলায় বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বাদীপক্ষের লোকজন আসামি ধরতে প্রতিপক্ষের বাড়ি ঘেরাও করে। এ নিয়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।