সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মাটি কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিতঃ ০৯ এপ্রিল, ২০২৪  

অনলাইন ডেস্ক:টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের গৌরিশ্বর গ্রামে কৃষি জমি বেইআইনী ভাবে কৃষি জমি থেকে মাটি কেটে ইট ভাটা নেয়ার দায়ে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভ’মি)কিশোর কুমার দাস। সোমবার(৮এপ্রিল) বিকাল ৪.৩০মিনিটে এ জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ভূ’মি কিশোর কুমার দাস জানান উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের গৌরিশ্বও গ্রামের কবির ব্রিকসে মালিক আব্দুল লতিফ দির্ঘদিন যাবৎ তার নিজস্ব ইট ভাটায় কৃষি জমির মাটি কেটে নিচ্ছে।বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান কে লিখিত ভাবে জানালে এ জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) কিশোর কুমার দাস জানান আমাদের এ অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।