বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

১৪ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিতঃ ০৮ এপ্রিল, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪ কেজি গাঁজাসহ রূবেল মিয়া (৩০) ও বাদশা মিয়া (২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন সরাইল থানা পুলিশ।

গত শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বাড়িউড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটিও।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ৯টা ৫০ মিনিটে এস আই মো. ফারূক হোসেন ও এএসআই রূবেল আখন একদল পুলিশ নিয়ে মহাসড়কের বাড়িউড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে তারা মহাসড়কের উত্তর পাশে কালু মিয়ার খাজা গরীবে নেওয়াজ ষ্টোর এর দক্ষিণ পাশের রাস্তার উপরে একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করে তল্লাশি চালায়। সিএনজি থেকে ১৪ কেজি উদ্ধার করেন। সেই সাথে সিএনজি’র যাত্রী ২ মাদক ব্যবসায়ী রূবেল ও বাদশাকে গ্রেপ্তার করেন। রূবেল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের প্রয়াত তৌহিদ মিয়ার ছেলে। আর বাদশা কিশোরগঞ্জের ভৈরবের রামশংকরপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। তাদের বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

গতকালই তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার মূল্য ১ লাখ ১২ হাজার টাকা। মাদক ব্যবসায়ী রূবেল জানায়, গত এক বছরেরও অধিক সময় ধরে এই রোডে মাদক পাচারের ব্যবসা করে আসছে সে। এক চালান পাচার করতে পারলে ৩০-৪০ হাজার টাকা আয় হয়। মাধবপুরের ধর্মঘর এলাকায় ভারতের সীমানায় দিপংকর নামের (ভারতের নাগরিক) এক লোকের কাছ থেকে ৪ হাজার পাঁচশত টাকা কেজি দরে গাঁজা ক্রয় করে। আর পাচারকালে কেজি ৮ হাজার টাকা দরে বিক্রয় করে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ২ ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী । মাদকের সাথে কোন ধরণের আপোষ নেই। মাদক কারবারী ও সেবনকারীদের বিরূদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।