সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভারত থেকে ১৬’শ ৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

প্রকাশিতঃ ৩১ মার্চ, ২০২৪  

সোনার বাংলা ৭১ ডেস্ক: চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ১৬’শ ৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। রবিবার বিকেল ৫ টায় ৪২টি রেলওয়াগনে ১৬’শ ৫০ টন পেঁয়াজ আমদানি হয়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এ পেঁয়াজ আমদানি করেছে।

টিসিবি ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি করবে। এর মধ্যে প্রথম চালানে আজ ১৬’শ ৫০ টন পেঁয়াজ দেশে ঢুকল। ইনভয়েসে প্রতিটন পেঁয়াজের আমদানি মুল্য দেখানো হয়েছে ৪৩৫ ডলার।

এ পেঁয়াজ খালাসে নিযুক্ত দর্শনা বন্দরের সিএ্যান্ডএফ এজেন্ট আতিয়ার রহমান জানান, টিসিবি ভ্রাত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি করবে। প্রথম চালানে আসা ১৬’শ ৫০ টন পেঁয়াজের মধ্যে ১২’শ টন ঢাকা সিটিতে ও ৪’শ টন চট্টগ্রাম সিটিতে যাবে। এরপর পর্যায়ক্রমে বাকি পেঁয়াজ আসলে সারাদেশে দেয়া হবে।

দর্শনা আর্ন্তজাতিক রেলওয়ে স্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক জানান, রবিবার (৩১ মার্চ) বিকেল ৫ টায় ৪২ ওয়াগনে ১৬’শ ৫০ টন পেঁয়াজ দর্শনা বন্দর ইয়ার্ডে এসেছে। এ পেঁয়াজ দর্শনা বন্দর থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশনে বুকিং দেয়া হয়েছে। কাস্টমস ইনভেন্টরি ও শুল্কায়ন, কোয়ারেন্টাইন ছাড়পত্র এবং রেলভাড়া পরিশোধের পর রাতেই আমদানি করা পেঁয়াজ সিরাজগঞ্জ বাজার স্টেশনে চলে যাবে।

দর্শনা স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা সুশান্ত চৌধুরী বলেন, ‘প্রাথমিক ইনভেনটরিতে আমদানি করা এ পেঁয়াজ গুনগত মান সম্পন্ন বলে মনে হয়েছে। যথাযথ শুল্কায়নের পর খুব দ্রুত এ পেঁয়াজের ছাড়পত্র দেয়া হবে। এতে পেঁয়াজের বাজার অনেকটা স্থিতিশীল হবে।’