সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে এসিল্যান্ডের গাড়িচাপায় ব্যবসায়ী নিহত, চালক জানালেন ‘ব্রেক ফেল’

প্রকাশিতঃ ৩১ মার্চ, ২০২৪  

জেলা প্রতিনিধি,নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীমের গাড়িচাপায় ওয়াহিদ হোসেন দিলীপ (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (৩১ মার্চ) সন্ধ্যার আগে উপজেলার আমিনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওয়াহিদ হোসেন দিলীপ সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে। তিনি টাইলস ব্যবসায়ী। পৌরসভার আদমপুর বাজারের কামাল ভূঁইয়া মার্কেটে টাইলসের দোকান রয়েছে তার।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বিকালে নিজের দোকানে যাচ্ছিলেন দিলীপ। সন্ধ্যার কিছুক্ষণ আগে আমিনপুর এলাকায় পৌঁছালে সোনারগাঁ উপজেলার এসিল্যান্ড মো. ইব্রাহীমের সরকারি গাড়ি দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। এ সময় এসিল্যান্ড ও চালক গাড়ি থেকে নেমে পালিয়ে যান। ওই গাড়িতে ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট’ লেখা ছিল। গুরুতর আহত অবস্থায় দিলীপকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন বলেন, ‘সন্ধ্যার আগে এসিল্যান্ডের গাড়িচাপায় ওই ব্যবসায়ী নিহত হন। দুর্ঘটনার সময়ে গাড়ির ভেতরে এসিল্যান্ড ছিলেন। কেন এবং কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত মামলা হয়নি।’ 

দুর্ঘটনার বিষয়ে জানতে সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. ইব্রাহীমের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ‘গাড়িচালক আমাকে জানিয়েছেন, গাড়ির ব্রেক ফেল হয়েছিল। এজন্য দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাউকে আটক করা হয়নি। তবে গাড়িচালককে যেকোনো সময় ডেকে আনা যাবে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবো।’