বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের এক দিন পর মেঘনা থেকে মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার 

প্রকাশিতঃ ২৭ মার্চ, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গোসল করতে গিয়ে মেঘনা নদীতে তলিয়ে যাওয়ার এক দিন পর মো. শওকত মিয়া (১১) নামের এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ এমরানুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,মঙ্গলবার দুপুরে মাদরাসার কয়েকজন ছাত্রসহ শওকত মেঘনা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে শওকত পানিতে ডুবে নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও শওকতকে পায়নি। আজ বুধবার সকালে কিশোরগঞ্জের ভৈরব থেকে ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে মেঘনা নদীর দেওবাড়িয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।