সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মেঘনায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধার হলেও মিলেনি নিখোঁজের সন্ধান 

প্রকাশিতঃ ২৪ মার্চ, ২০২৪  

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জের ভৈরবের ভ্রমণে তরী ডুবির ঘটনায় ডুবে যাওয়া তরীটি আজ রোববার(২৪মার্চ) দুপুরে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ। তবে মেলেনি নিখোঁজের কোনো সন্ধান। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী নৌযান অগ্রণীর মাধ্যমে উত্তোলন করা হয়েছে। পরে উদ্ধারকৃত ট্রলারটি আশুগঞ্জের চর সোনারামপুর চরের তীরে রাখা হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক উবায়েদুল করিম খান জানান, ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে সকাল ৯টার দিকে ডুবে যাওয়া ট্রলাটি দীর্ঘ চেষ্টার পর পানিতে ভাসমান করার পর বেলা ১২টার দিকে চেইন কপ্পার সাহায্যে মেঘনার পাড়ে তোলা হয়েছে। তবে উদ্ধার হওয়া ট্রলারে কোন মরদেহ পাওয়া যায়নি। দুর্ঘটনায় নিখোঁজদের উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ২২ মার্চ শুক্রবার সন্ধ্যায় ভৈরবের মেঘনা নদীতে ১৬/২০ জন যাত্রী নিয়ে সুন্দরবন নামে পর্যটকবাহী একটি নৌকা বালুবাহী বাল্কহেডের সাথে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। ঘটনার পর দিন উদ্ধার অভিযানে শনিবার দুপুরে ৫ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে দুজনের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন, পুলিশ কনস্টেবলের স্ত্রী মৌসুমী বেগম (২৫) ও শহরের আমলাপাড়া এলাকার মিষ্টি ব্যবসায়ী চন্দন দে’র কন্যা আরাদ্দা দে (১২)।তবে ট্রলার ডুবির ঘটনায় এখনো ৬ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজরা হলো পুলিশ কনস্টেবল সোহেল রানা (৩৪), তার মেয়ে মাহমুদা সুলতানা (৭), ছেলে রাইসুল (৫), নরসিংদির বেলাব থানার দড়িকান্দি গ্রামের দারু মিয়ার মেয়ে শিক্ষার্থী আনিকা আক্তার (১৮), শহরের আমলাপাড়া এলাকার ঝন্টু দে’র স্ত্রী রুপা দে (৩০), কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মানিকখালী গ্রামের বেলন দে (৪৫)।