আসুন একসঙ্গে শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করি: সংসদ সদস্য নিক্সন চৌধুরী
প্রকাশিতঃ ২২ মার্চ, ২০২৪
জেলা প্রতিনিধি,ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের কোনো বিভক্তি নেই। এখানে কখনোই নৌকা হারেনি, হেরেছে ব্যক্তি কাজী জাফরউল্লাহ।
শুক্রবার (২২ মার্চ) বিকালে আজিমনগর ইউনিয়নে নিক্সন চৌধুরীর বাসভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপজেলার ঘারুয়া ইউনিয়ন সভাপতি শিক্ষক মনিরুজ্জামান নয়ন খান ও চান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়া ইমরান হোসেন খোকাসহ উভয় ইউনিয়ন ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মীর যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যোগদান করা এসব নেতা-কর্মীর উদ্দেশে নিক্সন চৌধুরী বলেন, আজ আপনারা সব বুঝতে পেরে আমার সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন। আমি সকলকে বলবো আসুন এক হয়ে কাজ করে এলাকার উন্নয়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করি।এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, চান্দা ইউনিয়নের চেয়ারম্যান খালেক মোল্লা, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর মুন্সী প্রমুখ।