বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আহবায়ক কমিটি গঠন শেষে স্থানীয়দের মাঝে গাছের ছাড়া বিতরণ

প্রকাশিতঃ ২০ মার্চ, ২০২৪  

সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেলিম খন্দকার ফাউন্ডেশনের পাকশিমুল ইউনিয়ন আহবায়ক কমিটি গঠনের নিমিত্তে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

উপজেলার  পাকশিমুল ইউনিয়নের ভুইশ্বর বাজারে শনিবার বিকালে অনুষ্টানের সভাপতি ছিলেন মোঃ মলাই মিয়া মেম্বার। প্রধান অতিথি ছিলেন সেলিম খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যন আলহাজ্ব মোঃ সেলিম খন্দকার। প্রধান বক্তা ছিলেন সেলিম খন্দকার ফাউন্ডেশনের সচিব মাওলানা মুমিন উদ্দিন ওসমানী।

আরো বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এনামুল হক লোকমান, সাংবাদিক আলমগীর মিয়া, রাকিবুর রহমান রকিব, কামাল পাঠান, পাকশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল্লা আসাদ, সাংবাদিক আবদুল মোমিন,  রিমন খান, রুবেল মিয়া, মোহাম্মদ আলী, ইদ্রিছ মিয়া। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন মীর সোহাগ।