বিয়ে বাড়িতে কীটনাশক মেশানো খাবার খেয়ে নারী-শিশুসহ ৪২ জন অসুস্থ
প্রকাশিতঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গফরগাঁওয়ে বিয়ে বাড়িতে কীটনাশক মেশানো সেমাই খেয়ে নারী-শিশুসহ ৪২ জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।
রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঈন সরকার বলেন, দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের প্রবাসী ছেলে রাসেল বৃহস্পতিবার বিয়ে করেন। শুক্রবার সকালে মেহমানদের আপ্যায়নের জন্য বাজার করতে যান মফিজ উদ্দিন। বাজারে গিয়ে সেমাই, চিনির সঙ্গে ধান ও সবজিতে ব্যবহৃত থিয়োভিট (ছত্রাকনাশক-ভিটামিন) কিনে আনেন। আনার পর বাড়ির মহিলারা ভুলে থিয়োভিট মিশিয়ে সেমাই রান্না করেন। পরে মেহমান সেই সেমাই খেয়ে একে একে ৪২ জন অসুস্থ হয়ে পড়েন।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের বরাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে ৩২ জন হাসপাতালে ভর্তি আছে। ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।গফরগাঁও থানার ওসি মো. শাহিনুজ্জামান খাঁন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।