মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত

প্রকাশিতঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আলালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, আলালপুরে ময়মনসিংহগামী অটোরিকশাকে শেরপুরগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার সাতজন নিহত হন। তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। উদ্ধারকাজ চলছে। নিহতদের ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।’