সাবেক এমপির পাজেরো গাড়ি থেকে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেপ্তার ১
প্রকাশিতঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৪
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে সাবেক এমপির শুল্কমুক্ত পাজেরো গাড়ি থেকে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা। এ সময় সুজন হোসেন (২৯) নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সুজন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার এখলাছপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের গোলচত্বর এলাকা থেকে সাবেক এক সংসদ সদস্যের শুল্কমুক্ত পাজেরো গাড়িসহ সুজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় পাজেরো জিপগাড়ি, ফেনসিডিল, ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড এবং নগদ ৫ হাজার ২৩২ টাকা জব্দ করা হয়।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে র্যাব-১২ হেডকোয়ার্টারে এক প্রেস কনফারেন্সে এ কথা জানান র্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেন।
র্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেন বলেন, ‘বগুড়া থেকে ঢাকাগামী প্রয়াত এক বিশেষ রাজনৈতিক দলের সংসদ সদস্যের শুল্কমুক্ত পাজেরো জিপ গাড়িতে করে ৪৪২ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছে এমন তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল দুপুর ২টার দিকে র্যাব-১২ এর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর মহাসড়কের পাঁকা রাস্তার ওপর চেকপোস্ট বসায়।
চেকপোস্ট চলাকালীন একটি পাজেরো জিপগাড়ি আসতে দেখে গাড়িটিকে সংকেত দিয়ে থামানো হয় জানিয়ে তিনি বলেন, ‘এ সময় গাড়িতে থাকা আসামিকে আটক করা হয়। এ সময় আটক করা ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে, পাজেরো গাড়ির পেছনে তেলের ট্যাংকির ভেতরে ফেনসিডিল লুকানো আছে।’
মারুফ হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জিজ্ঞাসাবাদে জানান, দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, ‘আমরা গ্রেপ্তারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, তিনি ছাড়াও তার সঙ্গে আরো ব্যক্তি জড়িত আছেন। এ ছাড়াও যে সাবেক সংসদ সদস্যের গাড়িটিতে মাদক পাচার হচ্ছিল সেই ব্যক্তি মারা গেছেন। তিনি বিশেষ একটি রাজনৈতিক দলের এমপি ছিলেন। গাড়িটি মাদক ব্যবসায়ীর কাছে কীভাবে আসলো এবং কারা কারা এর সাথে জড়িত তা উদঘাটনের চেষ্টা চলছে।’
এ ধরনের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান র্যাব-১২ অধিনায়ক।
প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন র্যাব-১২ এএ অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডজুটেন্ট) মো. গোলাম ফারুক, সহকারী পুলিশ সুপার (অপস অফিসার) মো. উসমান গণি প্রমুখ। এ ছাড়াও জেলার বিভিন্ন ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।