সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রবাসীর ঘরে ডাকাতি

প্রকাশিতঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৪  

বিশেষ প্রতিবেদক, পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পূর্ব কাছিপাড়া গ্রামে রিয়াদ হোসেন (৫০)নামের এক প্রবাসীর বসতঘরে দূর্ধর্ষ ডাকাতি হয়েছে।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ৫-৬ জনের ডাকাতরা ঘরের পশ্চিম পাশের জানালার গ্রীল ভিতরের প্রবেশ করে প্রবাসী রিয়াদ হোসেনের স্ত্রী ও সন্তান সন্তানদের অস্ত্রের মূখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙ্গে নগদ ৮০ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্নালংকার হাতিয়ে নেয়। এসময় একই ঘরের অপর পাশের ভাড়াটিয়া পূর্ব কাছিপাড়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ বজলুর রহমান শব্দ শুনে ডাক চিৎকার দিলে ডাকাতরা তাদের রুমে প্রবেশ করে তাকেসহ স্ত্রী, সন্তান ও বৃদ্ধ মা’কে জিম্মি করে সাত ভরি স্বর্নালংকার নিয়ে যায়।

শিক্ষক বজলুর রহমান জানান, ডাকাত দলের সদস্যরা প্রত্যেকেই শর্ট প্যান্ট ও মূখোশ পড়া ছিল। বয়স তাদের ২০-৩০এর মধ্যে হবে।