সীমান্তবর্তী গ্রামে প্রকাশ্যে চলছে মাটি লুট
প্রকাশিতঃ ০৯ ফেব্রুয়ারি, ২০২৪
স্পোর্টস ডেস্ক: বরিশাল জেলার হিজলা উপজেলার সীমান্তবর্তী জানপুরসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে অবাধে মাটি কেটে নিয়ে যাচ্ছে পাশ্ববর্তী জেলার মাটি খেকোরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি, নদীর তীরসহ বিস্তীর্ণ এলাকা। দিনের পর দিন ওই চক্র মাটি কেটে নিলেও স্থানীয় প্রশাসন এ ব্যাপারে একেবারে নিশ্চুপ রয়েছে।
স্থানীয় ক্ষতিগ্রস্থরা জানান, জানপুরসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে অবাধে মাটি কেটে নিয়ে যাচ্ছে মুন্সিগঞ্জ ও চাঁদপুরের একাধিক মাটি খেকো গ্রুপ। প্রতিদিন ১৫ থেকে ২০টি ভেকু মেশিন দিয়ে মাটি কেটে শতাধিক ট্রলিতে ওই মাটি নিয়ে যাওয়া হচ্ছে নদীর তীরে। সেখান থেকে বলগেটের মাধ্যমে এই মাটি পাঁচার করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। দিনের পর দিন এই চক্র মাটি কেটে নিলেও স্থানীয় চরের সাধারণ বাসিন্দারা মুখ খুলতে সাহস পাচ্ছেন না। কেউ প্রতিবাদ করলে রাতের বেলা তাদের ভয়ভীতি দেখায় মাটি খোকো গ্রুপের স্বশস্ত্র সহযোগিরা। স্থানীয় ক্ষতিগ্রস্তদের দাবি, মাটি খোকো গ্রুপের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয় প্রশাসন ম্যানেজ না করে এ চক্র দিনের পর দিন এভাবে মাটি লুট করতে পারে না।
হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের জানপুর এলাকার ইউপি সদস্য কালাম সরদার বলেন, এভাবে দিনদুপুরে প্রকাশ্যে মাটি লুট হচ্ছে। কেউ প্রতিকার কিংবা প্রতিবাদও করার সাহস পাচ্ছে না। তারা যে মাটি কেটে নিচ্ছে তা হিজলা উপজেলার জমি। জোরপূর্বক ক্ষমতার অপব্যবহার করে মাটি লুট করে নিচ্ছে তারা। মুন্সিগঞ্জের একটি চক্র এবং চাঁদপুরের একটি চক্র এই মাটি লুটের সঙ্গে জড়িত বলে দাবি করেন ইউপি সদস্য কালাম সরদার।
তবে এ বিষয়ে কিছুই জানেন না হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ। সরেজমিন পরিদর্শন করে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।