সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পিরোজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে জেলা প্রশাসকের শুভেচ্ছা

প্রকাশিতঃ ০৬ ফেব্রুয়ারি, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক,পিরোজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান কমিটির সকল সদস্যদের উত্তরীয় পরিয়ে দেন। এসময় তার পক্ষ থেকে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সোমবার(৫ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) মো. আমীনুল ইসলাম, জেলা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কফিল উদ্দিন মাহমুদ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, প্রেসক্লাব সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সভাপতি গৌতম চৌধুরী, সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজসহ প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।