দু’টি অবৈধ ইটভাটা ধ্বংস করলো পরিবেশ অধিদপ্তর
প্রকাশিতঃ ২৪ জানুয়ারি, ২০২৪
অনলাইন ডেস্ক. বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অন্তত ২০ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড ইনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা সুমির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাশেদ জানান, অবৈধ ইটভাটা বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত বুধবার দুপুরে হিজলা উপজেলার চরদুর্গাপুরে অভিযান চালায়। এ সময় দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া হয়। একই সঙ্গে দু’টি ইটভাটায় থাকা অন্তত ২০ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়।
অবৈধ ইটভাটা বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাশেদ।