মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

লুণ্ঠিত স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ ৩ ডাকাত গ্রেপ্তার

প্রকাশিতঃ ২০ জানুয়ারি, ২০২৪  

অনলাইন ডেস্ক,চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ পরিচয় দেওয়া আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, নগদ ৯০ হাজার টাকা এবং ৭টি মুঠোফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতির কাছে ব্যবহৃত দুটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়। এই নিয়ে শুক্রবার(১৯জানুয়ারি) সন্ধ্যায় ফরিদগঞ্জ থানায় প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে।

এ সময় তিনি বলেন, পুলিশ পরিচয় দেওয়া ডাকাতরা দুর্ষর্ধ প্রকৃতির। তারা যেখানে ডাকাতি করবে। আগে সেখানে গিয়ে রেকি করে। পরে বুড়ো মানুষ বাড়িতে পেলে পুলিশ পরিচয় দিয়ে বসতঘরে প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটায়।

এমনই চক্রের সদস্য এই তিনজন।

এর আগে দুপুরে ফেনী থেকে রিপন, শাকিল ও তাহের নামে এই তিন ডাকাতকে গ্রেপ্তার করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক রুবেল ফরাজী। পুলিশ জানায়, এই তিন ডাকাতের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তাদের বিরুদ্ধে চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

গত দুদিন আগে তারা পুলিশ পরিচয় দিয়ে ফরিদগঞ্জ উপজেলার পূর্ব গাব্দেরগাঁও গ্রামে প্রবাসী শহিদউল্লাহ বাড়িতে ডাকাতি করে এই তিনজন। এই ঘটনায় মামলা হলে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাতদের অবস্থান সনাক্ত করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা উপপরির্দশক রুবেল ফরাজী ফেনীতে অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার করেন। একই সঙ্গে তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং মুঠোফোন উদ্ধার করে।

এদিকে, প্রেস ব্রিফিং চলাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল এবং মামলার তদন্ত কর্মকর্তা, উপপরিদর্শক রুবেল ফরাজী।