স্ত্রীর মৃত্যুর পর মারা গেলেন স্বামীও
প্রকাশিতঃ ১৯ জানুয়ারি, ২০২৪
জেলা প্রতিনিধি, নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ত্রীর মৃত্যুর সংবাদে স্বামীর মৃত্যু হয়েছে। একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে জানাজা শেষে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার চড়কাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার খলিল মোল্লা বাড়ির আবু সায়েদের স্ত্রী মোহসেনা খাতুন (৬০) মারা যান।
পরে স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে একই দিন রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি মারা যান স্বামী আবু সায়েদ (৭০)।