পার্লার কর্মীর হাত-পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার
প্রকাশিতঃ ১৮ জানুয়ারি, ২০২৪
অপরাধ প্রতিবেদক, চাঁদপুরের ফরিদগঞ্জে পার্লার কর্মী মমতাজ বেগম রিক্তা (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারি এলাকায় তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মমতাজ বেগম রিক্তা উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারি এলাকা মৃত এমদাদ উল্লাহর ছোট মেয়ে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার তদন্ত (ওসি) প্রদীপ মন্ডল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিক্তা স্থানীয় গৃদকালিন্দিয়া বাজারের বধূবরণ বিউটি পার্লার চালান। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার পার্লার বন্ধ করে বাড়িতে যান। স্বামী প্রবাসে ও নিজের কোনো সন্তান না থাকায় তিনি তার মৃত বোনের একমাত্র ছেলে বাপ্পিকে (১৮) নিয়ে থাকতেন। বাপ্পি গৃদকালিন্দিয়া বাজারে একটি দোকানে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন। বাপ্পি রাত ৮টার দিকে বাড়ি ফিরে তার খালা রিক্তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে ঘরের মেঝেতে রক্ত দেখে বাড়ির লোকজনকে বিষয়টি জানান। এরপর টয়লেটের ভেতরে কম্বল মোড়ানো অবস্থায় রিক্তার মরদেহ খুঁজে পাওয়া যায়। এরপর ৯৯৯ এ ফোন দিয়ে জানালে পুলিশ রিক্তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য হুমায়ূন কবির বলেন, আমি রিক্তার মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসেছি। যারা এমন কর্মকাণ্ড করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার তদন্ত (ওসি) প্রদীপ মন্ডল বলেন, আমরা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে রিক্তার মরদেহ উদ্ধার করেছি। তার মাথায় জখম, হাত ও পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।