মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিতঃ ১৬ জানুয়ারি, ২০২৪  

বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলাধীন দুই ইউনিয়নে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (১৫ জানুয়ারি) দিন ব্যাপি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযানের অভিযান পরিচালনা করা হয়।

কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নে অভিযান পরিচালনা শেষে তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ বলেন, কাঁচপুর ইউনিয়নের ললাটি পূর্ব ও পশ্চিম পাড়া ও সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকার মোট ৪টি স্পট থেকে আনুমানিক ১৫০০ টি আবাসিক চুলার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে ৮০০ ফিট পাইপ। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যারা এই অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে তাদের কেউ আইনের আওতায় আনা হবে বলে জানান তারা।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের সোনারগাঁ শাখার প্রকৌশলী রিয়াজুল ইসলাম, রিফাত আব্দুল্লাহ, সহকারী প্রকৌশলী সোহেল ও শাহিন প্রমুখ৷

এ সময় সোনারগাঁ থানা ও নারায়ণগঞ্জ পুলিশ লাইনের বিপুল সংখ্যক পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।