সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

খালে বাঁধ দিয়ে মাটি ভরাট সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

প্রকাশিতঃ ০৪ জানুয়ারি, ২০২৪  

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফরদাবাদ ইউনিয়নের কলাকান্দি গ্রামের একটি খালে বাঁধ দিয়ে মাটি ফেলে দখল করার অভিযোগ উঠেছে। ভরাট করার কারণে খাল সংকুচিত হয়ে যাওয়ায় চলতি বোরো মৌসুমে সেচ সংকটের আশঙ্কা করছেন এলাকার কৃষক।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরদাবাদ ইউনিয়নের নিজকান্দি গ্রামের তিতাস নদী থেকে একটি খাল উৎপন্ন হয়ে কলাকান্দি, তিলককান্দি, চর লোহনিয়া গাওরাটুলীতে আবার তিতাস নদীতে পতিত হয়েছে। এই খালের ওপর নির্ভর করে এলাকার প্রায় ৭০০ বিঘা বোরো ধান চাষ করা হয়। বর্ষার শুরুতেই এই খাল দিয়ে জমিতে পানি ঢোকে এবং বর্ষা শেষে খাল দিয়েই পানি বেরিয়ে নদীতে চলে যায়। কলাকান্দি গ্রামের পূর্বপাড়া মাদ্রাসার পাশে খাল দখল করে মুলিবাঁশের বেড়া দিয়ে মাটি ফেলেছেন শুকুর আলী ও মামুন মিয়া। খাল ভরাটের কারণে খাল সংকুচিত হয়ে গেছে। এতে বোরো সেচ মৌসুমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন কৃষক।
খোঁজ নিয়ে জানা যায়, কলাকান্দি অংশে খালের দক্ষিণ ভাগে ১৫০ ফুটের মতো জায়গা দখল করে মুলিরবাঁশের বেড়া দিয়ে মাটি ফেলা হয়েছে। এতে খালটি সংকুচিত হয়ে গেছে। এই খালের ওপর নির্ভর করে এলাকার সাত শতাধিক কৃষক তাদের জমিতে বোরো ধান চাষ করেন। খালে বাঁধ দেওয়ার কারণে এই খানে দক্ষিণ অংশের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে বোরো মৌসুমে সেচের পানির আশঙ্কা করছেন কৃষক।
চরলৌহনীয়া গ্রামের কৃষক শহীদ মিয়া জানান, কৃষি জমিতে সেচ সুবিধার জন্য দুই বছর আগে এই খাল খনন করা হয়েছে। এখন খালটি ভরাট করে ফেলায় দক্ষিণ অংশের জমিগুলোতে সেচের জন্য পর্যন্ত পানি আসবে না। এতে সময় মতো জমিতে শেচ দিতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
ফরদাবাদ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মানিক মিয়ার ভাষ্য, খাল ভরাটের কথা শুনেছেন তিনি। কয়েকজন কৃষক তাঁকে বিষয়টি জানিয়েছেন। এই খাল ভরাটের কারণে অনেক জমিতে সেচ কাজ ব্যাহত হবে।সলিমাবাদ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, খালে বাঁধ দিয়ে মাটি ভরাট করার বিষয়টি শুনেছেন। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে ভালুকা উপজেলা সরকারি কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান বলেন, ‘নায়েবকে সরেজমিন তদন্ত করে আমাকে জানাতে বলেছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’