মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফরিদপুরের এসপিকে বদলি

প্রকাশিতঃ ২৭ ডিসেম্বর, ২০২৩  

অনলাইন ডেস্ক: ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানকে বদলি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।

সোমবার কমিশনের (ইসি) উপসচিব মিজানুর রহমানের সই করা এক আদেশে তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে ফরিদপুরের পুলিশ সুপার হিসেবে পদায়নের জন্য অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন।  গত রবিবার (২৪ ডিসেম্বর) ফরিদপুরের এসপি মো. শাহজাহানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ যাচাই-বাছাই করে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। এরপর ফরিদপুরের এসপি শাহজাহানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে তাকে অন্যত্র বদলি করে একজন নিরপেক্ষ পুলিশ সুপারকে পদায়ন করার জন্য মুহাম্মদ সাইফুর রহমান নামের এক ব্যক্তি নির্বাচন কমিশনে আবেদন করেন। পরে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন। 

এসব সিদ্ধান্তের পরই ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন করে বদলি করা হলো।