ডাসার থানার ওসি প্রত্যাহার.নতুন ওসি যোগদানের কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর
প্রকাশিতঃ ২৬ ডিসেম্বর, ২০২৩
বিশেষ প্রতিনিধি:মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে গেছে। কিসের অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে তার সুস্পষ্ট কারণ বলা হয়নি। নতুন ওসি যোগদানের বিষয় টি ও নির্বাচনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
জানা যায়, ওসি কামাল হোসেনকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে সুস্পষ্ট কিছু বলা হয়নি।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। নতুন ওসি যোগদানের বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মারুফুর রশিদ খান জানান, প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে ডাসার থানার ওসি মো. কামাল হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।’
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর বিকালে মাদারীপুরের কালকিনির লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে একটি মিছিল বের হয়। সেই মিছিলে অংশ নেন তাহমিনার সমর্থক এসকেনদার খাঁ। অভিযোগ ওঠে, এ সময় লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক ব্যাপারীর নেতৃত্বে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় আহত হন বেশ কয়েকজন। এই ঘটনায় ফজলুল হকসহ ৫৭ জনের নামে কালকিনি থানায় মামলা করা হয়। এরই জেরে শনিবার সকালে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হলে ফজলুল হক ব্যাপারীর নেতৃত্বে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয় এসকেনদারকে। এ সময় পায়ের রগও কাটা হয়। বাধা দিলে এসকেনদারের চাচাচো ভাই আবু বক্কর খাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে দুজনকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে এসকেনদারকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে পাঠানো হয়। শনিবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।