সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নদের তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ জনকে ৬ লাখ টাকা জরিমানা

প্রকাশিতঃ ২১ ডিসেম্বর, ২০২৩  

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ জনকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার মির্জাপুর এলাকায় গত মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। জরিমানাকৃত ব্যক্তিরা হলেন- মো. বিল্লাল হোসেন (২০), মো. ফয়সাল (২৮) ও মোশারফ হোসেন (২৬)

জানা যায়, উপজেলার ব্রহ্মপুত্র নদের তীর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রয় করে আসছিল একটি অসাধু চক্র। এরই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার বিকালে উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে নদের তীরের মাটি কাটার দায়ে প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তারা জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পান। এ সময় থানা-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বলেন, মাটি ব্যবস্থাপনা আইনে ৩ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।