মসলায় ইটের গুড়া, কারখানা সিলগালা
প্রকাশিতঃ ১৩ ডিসেম্বর, ২০২৩
অপরাধ প্রতিবেদক:
সিরাজগঞ্জে হলুদ ও মরিচসহ বিভিন্ন গুড়া মসলার সাথে ইট, কাঠ ও চালের গুড়া মেশানোর অভিযোগে একটি কারখানাকে সিলগালা করে দেয়া হয়েছে। একই সাথে ওই কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ শহরের শহীদগঞ্জ এলাকার একটি মসলা কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ অভিযান পরিচালনা করেন। সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, ইট, কাঠ ও চালের গুড়া মিশ্রণ করে বিভিন্ন গুড়া মসলা তৈরি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে ইট, কাঠ ও চালের গুড়া মেশানোর বিষয়টি হাতে নাতে ধরা পড়ে। এমন অপরাধের জন্য মসলা কারখানাটি সাময়িকভাবে সিলগালা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।