মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রাথমিক নিয়োগ পরীক্ষা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৬৩

প্রকাশিতঃ ০৮ ডিসেম্বর, ২০২৩  

অনলাইন ডেস্ক: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে রংপুরে ৬৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন ও ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আজ শুক্রবার সকালে রংপুর মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের ক্রাইম দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, রংপুর মহানগরীতে ৩ জন শিক্ষক, ১১জন পরীক্ষার্থী ও ৫ জন সিন্ডিকেট সদস্যসহ ১৯ জনকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে ৮ জন নারী পরীক্ষার্থী রয়েছেন। 

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় একটি সিন্ডিকেট হাইটেক টেকনোলজি ব্যবহার করে পরীক্ষা দেয়ার অপচেষ্টা করছে। এ তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রাতে কয়েকজনকে ও শুক্রবার পরীক্ষা চলাকালীন বাকিদের আটক করে। তাদের কাছ থেকে বিভিন্ন পরীক্ষার উপকরণ উদ্ধার করা হয়েছে।

পুলিশ কমিশনার জানান, সরকার সব নিয়োগ পরীক্ষায় সর্বাত্মক সচেতন। তারপরও একটি অসাধু চক্র ডিজিটাল ডিভাইস অপব্যবহার করে এই জালিয়াতি কাজের সাথে জড়িত। রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিভাইস জালিয়াতি চক্রটিকে পরীক্ষার আগে রাতে, সকালে ও পরীক্ষা শুরুর আগেই কেন্দ্র থেকে আটক করা হয়েছে। তাদের আটকের ফলে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করতে পারেনি চক্রটি। এই ঘটনায় প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি নিশ্চিত করেন। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম জানান, রংপুর বিভাগে রংপুর-১৯ জন চক্র, লালমনিরহাটে ১৩ জন, দিনাজপুরে ১০ জন, ঠাকুরগাঁয়ে ৬ জন, নীলফামারিতে ৬ জন ও কুড়িগ্রামে ৩ জনকে আটক করেছে পুলিশ। রংপুর বিভাগে ২ লাখ ২ হাজার জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয় বলে জানান উপ-পরিচালক। তিনি জানান, পরীক্ষা বাতিল হবে কি না এ বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রণালয়ের। তাছাড়া রংপুর বিভাগীয় কমিশনার বিষয়টি তত্ত্বাবধান করছেন।