মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিতঃ ০৫ ডিসেম্বর, ২০২৩  

জেলা প্রতিনিধি: চাঁদপুর শহরে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় এবং পণ্যের মূল্য অতিরিক্ত রাখায় তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার বিকেলে শহরের স্টেডিয়াম রোডে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

নুর হোসেন বলেন, আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান নিয়মিত পরিচালিত হয়। এ সময় শহরের স্টেডিয়াম রোড এলাকায় অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ার দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠান এবং দাম বেশি রাখায় একটি প্রতিষ্ঠানসহ তিন ব্যবসায়ীকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।ভোক্তার অধিকার রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।