সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মাদারীপুর-২ আসনে ৫ প্রার্থীর ২ জনেরই মনোনয়ন বাতিল

প্রকাশিতঃ ০৫ ডিসেম্বর, ২০২৩  

জেলা প্রতিনিধি: মাদারীপুর-২ (রাজৈর-সদর) আসনে ৫ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সোমবার মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেয়া হয়।

এসময় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ও জাকের পার্টির মোঃ আনিসুজ্জামান আকন সহ ৩ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান।

মনোনয়ন বাতিলকৃতরা হলেন, বাংলাদেশ সুপ্রীমপার্টির প্রার্থী ইউসুফ আলি সুমন ও জাতীয় পার্টির প্রার্থী একেএম নুরুজ্জামান।

মনোনয়ন বাতিলের বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান জানান, আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।