বিএনপি বিদেশি অপশক্তিকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসার চেষ্টা ব্যর্থ : শামীম ওসমান
প্রকাশিতঃ ২৩ নভেম্বর, ২০২৩
বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয় কেউ ঠেকাতে পারবে না। তিনি ২০০’র ওপরে আসন পেয়ে আবার ক্ষমতায় আসবে।’
বুধবার(২২ নভেম্বর) ‘বীর বাঙ্গালী ঐক্য গড়, বাংলাদেশ রক্ষা কর’ এই শ্লোগান নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে একটি শান্তি মিছিলের আয়োজন করা হয়। শান্তি মিছিলের আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী বালুর মাঠে সংক্ষিপ্ত এক সমাবেশে শামীম ওসমান এ কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘ক্ষমতার ৫২ হাজার কিলোমিটারের মধ্যে বিএনপি নাই। ৫২ হাজার কেনো ৫২ লাখ কিলোমিটারের মধ্যেও নাই। ক্ষমতায় তারা আসতে পারবে না। যারা মানুষ হত্যার রাজনীতি করে তাদের জনগণ চায় না। ২০০ ওপরে আসন পেয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসবে। শেখ হাসিনার জয় কেউ ঠেকাতে পারবে না। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আওয়ামী লীগকেই দরকার।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সুদূর লন্ডনে বসে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে তারেক রহমান। বিদেশি অপশক্তিকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসার ব্যর্থ চেষ্টা করছে। এ দেশের জনগণ তাদের চায় না।’
শান্তি মিছিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দনশীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপক শিরিন বেগম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, নাসিক ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।