ভারত থেকে অবৈধভাবে কম্বল এনে বাজারে বিক্রি
প্রকাশিতঃ ১০ নভেম্বর, ২০২৩
বিশেষ সংবাদদাতা: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ৯১টি ভারতীয় কম্বলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম রজব আলী (৩০)। গতকাল বুধবার বিলডোরা ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর)বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার পার্শ্ববর্তী উপজেলা ধোবাউড়ার মুন্সীরহাট এলাকায় একটি মাইক্রোবাসে চোরাকারবারিরা ভারতীয় কম্বল নিয়ে হালুয়াঘাট উপজেলার দিকে রওনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিলডোরা ইউনিয়নের জামবিল রাস্তায় ওই গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় প্লাস্টিকের বস্তাভর্তি ৯১টি কম্বল জব্দ করা হয়।
তখন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর এলাকার রজব আলীকে আটক করা হলেও শেরপুর জেলার সদর এলাকার ইসমাইল হোসেন (৩৮) পালিয়ে যায়। পরে আজ বৃহস্পতিবার রজবের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।
এ ব্যাপারে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ৯১টি কম্বল জব্দ ও এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চোরাই কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তাঁরা ভারত থেকে অবৈধভাবে কম্বল এনে বিভিন্ন বাজারে বিক্রি করে থাকেন। দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।