বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় পরিবারের ৬ সদস্যকে হারিয়ে রকির আর্তনাদ

প্রকাশিতঃ ২৩ অক্টোবর, ২০২৩  

অনলাইন ডেস্ক:ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পরিবারের ৬ সদস্যকে হারিয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের বেঞ্চিতে বসে আহাজারি করছেন কিশোরগঞ্জের রকি (১৪)। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় রকি তার বাবা আছির উদ্দিন, মা আছিয়া, ভাবি রাইসা, ভাতিজা বায়েজিদ, ৪০দিন বয়সী আরেক ভাতিজা ও ভাইকে হারিয়ে ফেলেছে। দুর্ঘটনায় কাকতালীয়ভাবে সে অক্ষতভাবে বেঁচে গেলেও পরিবারের এই ৬ সদস্যের কোনো খোঁজ পাচ্ছে না।

দুর্ঘটনাস্থলে অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে সে অন্যান্য আহত যাত্রী ও তাদের স্বজনদের সাথে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানেও তাদের কোন সন্ধান পায়নি রকি।

তার পাশে থাকা মৌসুমি নামের এক নারী জানান, এখানে এসে রকি জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে থাকা আহতদের মাঝে তার স্বজনদের না পেয়ে শুধুই কান্না করছে। নিরাপত্তা জনিত কারণে লাশ রাখা রুমে প্রবেশ করা যাচ্ছে না বলে জানা যাচ্ছে না সেখানে তার স্বজনরা আছেন কি না।