১৫ মামলার ওয়ারেন্টভুক্ত দম্পতি গ্রেপ্তার
প্রকাশিতঃ ১৮ অক্টোবর, ২০২৩
অনলাইন ডেস্ক:মৌলভীবাজারের বড়লেখায় ১২ মামলায় সাজা ও ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ অক্টোবর) সকালের দিকে সিলেট শহরের শাহপরান থানাধীন মেজরটিলা নূরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দম্পতি হলেন, বড়লেখা থানাধীন পশ্চিম হাতলিয়া গ্রামের আব্দুল হাকিম ও তার স্ত্রী আসমা বেগম। বড়লেখা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু তালেব সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, ‘গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে মোট ১৫টি পরোয়ানা থানায় মুলতবি ছিল। এর মধ্যে ১২টি মামলায় সাজা ও ৩টি মামলায় সাধারণ পরোয়ানা ইস্যু ছিল।’
গ্রেপ্তার আব্দুল হাকিম ১৮৮১ সালের এনআই অ্যাক্ট আইনের ১০টি মামলায় ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে মোট ৭ বছর ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ কোটি ২৭ লাখ ২১ হাজার টাকা অর্থদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি। অন্যদিকে তার স্ত্রী আসমা বেগম ২ মামলায় ৬ মাস করে মোট ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড নিয়ে পলাতক ছিলেন।