সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সড়ক পরিবহন আইন লঙ্ঘন, ৫ জনকে জরিমানা

প্রকাশিতঃ ১৬ অক্টোবর, ২০২৩  

জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক পরিবহন আইনে যানবাহন মালিকদের জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার মেইন সড়কের জামতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাতুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশানার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। তিনি জানান, ‘সড়ক পনিবহন আইন ২০১৮ অমান্য করায় ৫টি মামলায় ১ হাজার ৪০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।’ এতে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় এসকল অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এ ব্যাপারে ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, ‘সড়ক নিরাপদ রাখতে আমাদের এই ভ্রাম্যমাণ আদালত। চালকদের মধ্যে জনসচেতনা তৈরি ও সড়ক পরিবহন আইন লঙ্ঘন করায় ৫ জনকে জরিমানা করেছি। সকলকে সড়ক আইন মেনে চলতে হবে। তবেই ব্যস্ততম এই সড়কে দুর্ঘটনা ঘটবে না। পর্যটকবান্ধব সমৃদ্ধ দীঘিনালা গড়ার লক্ষ্যে সড়ক নিরাপত্তায় আইনের প্রয়োগ ও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।’