দোকানে অভিযান চালিয়ে অবৈধ ১ লাখ মিটারের কারেন্ট জাল জব্দ
প্রকাশিতঃ ১১ অক্টোবর, ২০২৩
অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় দুটি জালের দোকানে অভিযান চালিয়ে ১ লাখ মিটারের অবৈধ কারেন্ট জাল ও আটটি চায়না জাল জব্দ করা হয়েছে। এই সময় দুই বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবারবুধবার (১১ অক্টোবর) দুপুরে বাজিতপুর হিলচিয়া বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক জুয়েল, উপজেলা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবু মো. আশরাফ উদ্দৌলা বুলবুল ও বাজিতপুর থানা-পুলিশের একটি দল।
বিষয়টি নিশ্চিত করেন ইউএনও শামীম হুসাইন। তিনি বলেন, ‘১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও আটটি চায়না রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ওই এলাকার মাছের প্রজনন ও বংশ বাড়াতে অবৈধ ও ক্ষতিকারক জাল ধ্বংস করার নিয়মিত অভিযান অব্যাহত আছে।’
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় থেকে জানা গেছে, বাজিতপুর হিলচিয়া ইউনিয়নের দুটি জালের দোকানে অভিযান চালিয়ে ৫০০টি নতুন অবৈধ কারেন্ট জাল ও আটটি চায়না জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৩ লাখ টাকা। এই সময় অবৈধ কারেন্ট জাল বিক্রেতা পবিত্র দাসকে পাঁচ হাজার ও আনোয়ার হোসেনকে পাঁচ হাজার জরিমানা করা হয়।
পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে হিলচিয়া বাজারে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেন সংশ্লিষ্টরা।