মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দীর্ঘদিন ধরে সোর্স পরিচয়ে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি :অবশেষে গ্রেপ্তার

প্রকাশিতঃ ০৪ অক্টোবর, ২০২৩  

স্টাফ রিপোর্টার, পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে ইকবাল হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের শফি শাহের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে. গ্রেপ্তার ওই যুবক দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স পরিচয়ে মানুষকে হয়রানি করে আসছে। সে কখনও নিজেকে এসপির সোর্স কখনওবা সার্কেল এসপি আবার খখনও ওসির সোর্স পরিচয় দিয়ে মানুষকে ভয়তীতি দেখিয়ে হয়রানি ও অর্থ আদায় করতো। এছাড়া চাকরি দেওয়ার নাম করেও সে মানুষরে কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া উঠেছে।
সিরাজুল ইসলাম নামে লক্ষ্মীপুর গ্রামের এক স্কুল শিক্ষক দাবি করেন, গ্রেপ্তার ইকবাল নিজেকে দীর্ঘদিন ধরে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের সোর্স পরিচয় দিয়ে মানুষকে হয়রানি করে আসছে। তার এক ভাগ্নেকে চাকরি দেওয়ার কথা বলে সে তার কাছ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে সে বিভিন্ন সময়ে পুলিশের ভয় দেখায়।
মিন্টু মালিতা নামে ওই এলাকার আরও একব্যক্তি দাবি করেন, পুলিশ দিয়ে গ্রেপ্তার কারানোর ভয় দেখিয়ে তার কাছ থেকে কয়েকদফায় ৪ লাখ টাকা নিয়েছে প্রতারক ইকবাল। উপায়ন্তর না পেয়ে তিনি থানায় মামলা করেন।
এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবু আজিফ বলেন, গ্রেপ্তার ওই যুবক নানা সময়ে পুলিশের নাম ব্যবহার করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছে এসন খবর পাওয়ার পর আমরা তদন্ত করে এর সত্যতা পাই। পরে একজন ভুক্তভোগী তার নামে প্রতারণার মামলা দিলে আমরা তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি।