সরকারি ত্রাণের পাঁচ বস্তা চাল বাড়ি নিয়ে গেলেন গ্রাম পুলিশ
প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৩
জেলা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনিয়ন পরিষদ থেকে সরকারি ত্রাণের পাঁচ বস্তা চাল নিজ বাড়িতে নিয়ে গিয়েছেন গ্রাম পুলিশ আমিনুর রহমান। সেই চাল ভ্যানে করে বাড়ি নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা তাকে আটক করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের শাসিয়ে গ্রাম পুলিশ ভ্যানটি জোরপূর্বক ছাড়িয়ে তার নিজ বাড়িতে নিয়ে যান।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত আমিনুর রহমান উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।
জানা গেছে, ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের দরিদ্র ভুক্তভোগী ১৮৫ জন শিশুর পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পেয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ১৮৫ জন শিশুর পরিবারকে চাল বিতরণ করা হয়। কিন্তু শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে একটি ভ্যানে করে সেই চাল গ্রাম পুলিশ আমিনুর রহমানের বাড়িতে যাচ্ছিলেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ভ্যানটি আটক করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের শাসিয়ে গ্রাম পুলিশ ভ্যানটি জোরপূর্বক ছাড়িয়ে তার নিজ বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে ভ্যানচালক সলিমুদ্দিন বলেন, আমাকে চাল নিয়ে যাওয়ার জন্য ইউনিয়ন পরিষদে ডাকা হয়। আর চালগুলো গ্রাম পুলিশ আমিনুর রহমানের বাড়িতে নামিয়ে দিতে বলা হয়। শুনেছি চালগুলো গ্রাম পুলিশ ভুক্তভোগীর নিকট থেকে ক্রয় করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত গ্রাম পুলিশ আমিনুর রহমান বলেন, চালগুলো শুধু আমার নয়, বিভিন্ন গ্রাম পুলিশের। এই চাল আপনি কোথায় পেলেন? এমন প্রশ্ন করা হলে তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।
এ বিষয়ে ফকিড়পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, ইউনিয়ন পরিষদ থেকে তাকে কে চাল দিয়েছে তা আমার জানা নেই। এভাবে এত চাল নিয়ে যাওয়ার কোনো বিধান নেই।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেনের ফোনে একাধিক বার ফোন করা হলে ফোনটি বন্ধ পাওয়া গেছে।