বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সড়কে শৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান 

প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৩  

নিজস্বপ্রতিবেদক,ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং সড়কে শৃঙ্খলা আনয়নে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ফুলপুর বাসস্ট্যান্ড বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ ভঙ্গের দায়ে ৩টি মামলা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করায় ১টি মামলাসহ মোট ৪টি মামলায় মোট ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে ফুলপুর থানা পুলিশ ও আনসার সহযোগিতা করেন।

ইউএনও এম. সাজ্জাদুল হাসান বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সড়কে শৃঙ্খলা আনয়নে উপজেলায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পৃথক অভিযান শেষে এসিল্যান্ড অমিত রায় কল্লোল জানান, দেশের মানুষের স্বার্থে বাজার নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা আনয়নে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।