দেশকে বাঁচাতে হলে’ আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে:
প্রকাশিতঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৩
জেলা প্রতিনিধি:বিএনপি ক্ষমতায় থাকতেও হত্যাকান্ড ঘটিয়েছে, ক্ষমতার বাহিরে এসেও হত্যাকান্ড ঘটিয়েছে। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করবে বলছে, মনে রাখবেন, এই শান্তিপূর্ণ আন্দোলনের নেপথ্যের পিছনে একটা পর্দা আছে, সেই পর্দার অন্তরালে লন্ডনে বসে তারেক জিয়া কলকাঠি নাড়ছে।
এরজন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে, ক্ষমতায় আনতে হবে। তাহলেই দেশের জনগন ও দেশ শান্তিতে থাকবে।
শুক্রবার রাতে মাদারীপুর শহরের থানতলী পৌর ট্রাক টার্মিনালে মাদারীপুর জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নর বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌমন্ত্রী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি এ কথা বলেন।
মাদারীপুর জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নরের সভাপতি ফারুক মাতুব্বরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ আবুল বাসার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের জাকির, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউসুফ হাওলাদার, মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খন্দকার খায়রুল হাসান (নিটুল), মাদারীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, মাদারীপুর সদর পৌরসভা ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ হাই বেপারী,মাদারীপুর জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান মাতুব্বর প্রমুখ।