মোটরসাইকেল ছিনিয়ে নিতে চালককে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
প্রকাশিতঃ ২৮ আগস্ট, ২০২৩
আদালত প্রতিবেদক:মাদারীপুরে মোটরসাইকেলচালক শাহাদাৎ ঘরামীকে (১৮) হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার করে টাকা জরিমানা করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার রামনগর এলাকার সুলতান শরিফের ছেলে সেন্টু শরীফ (৩৫), কমলাপুর এলাকার মান্নান ফকিরের ছেলে মিরাজ ফকির (৩০) ও মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকার মৃত জিন্নাত শেখের ছেলে ফজেল শেখ (৫০)। আসামিরা পলাতক রয়েছেন
।মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, বরিশালের গৌরনদী উপজেলার বড় দুলালী এলাকার মোকসেদ ঘরামীর ছেলে শাহাদাৎ ঘরামী ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে বার্থী যাওয়ার কথা বলে মোটরসাইকেল ভাড়ায় নেন প্রতিবেশী মিরাজ ও সেন্টু। পরে তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে রাতে শাহাদাৎকে শ্বাসরোধের পর হত্যা করেন। পরে মরদেহ ফজেল শেখের মাধ্যমে মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের সিকি-নওহাটা এলাকার একটি জমিতে ফেলে রাখেন। এ ঘটনায় দুদিন পর নিহতের বাবা মোকসেদ ঘরামী বাদী হয়ে মিরাজ ফকির ও সেন্টু শরীফসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মাদারীপুর সদর থানায় হত্যা মামলা করেন। পরে সদর থানার উপ-পরিদর্শক শ্যামলেন্দু ঘোষ তদন্ত শেষে ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি ৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।আদালতের পাবলিক প্রসিকিউটর মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, আসামি মিরাজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত এ মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।