মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দাম বেশি ডাব বিক্রির অপরাধে তিন বিক্রেতাকে জরিমানা

প্রকাশিতঃ ২৬ আগস্ট, ২০২৩  

জেলা প্রতিনিধি: চাঁদপুরে তিন ডাব বিক্রেতাকে দুই হাজার পাঁচ’শ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।

শনিবার (২৬ আগস্ট)দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বাজার তদারকি এই অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্রেতা সেজে ডাব কিনতে চাঁদপুর সদরের চারটি স্থান বাস স্টান্ড, কালীবাড়ি, ছায়াবানীর মোড় এবং সদর হাসপাতালের সামনে ডাবের দাম জিজ্ঞেস করাতে ভিন্ন জন ভিন্ন ভিন্ন দাম বললো অর্থাৎ ১২০ থেকে ১৫০ টাকা এক একটি ডাব।

এরপর অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদে বিক্রেতারা বললো ৭০ থেকে ৮০ টাকা করে কেনা পড়ছে। তাহলে এই অযৌক্তিক দাম কেন? হাসপাতালে অনেক রোগী ভর্তি যাদের জন্য ডাক্তার ডাবের পানি পান করার পরামর্শ দেন। অথচ এত বাড়তি দামে ডাব কেনা ভোক্তার জন্য দুরূহ হয়ে পড়ছে। ডাবের দাম বেশি বলায়, ভোক্তার স্বার্থ রক্ষার্থে তিনজন ডাব বিক্রেতাকে ২ হাজার পাঁচ’শ টাকা জরিমানা আরোপ ও আদায় করে করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস টিম। তারা বলেন, ভোক্তার অধিকার রক্ষায় এবং জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।