সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

খাদ্য গুদামে বোরো চালের মধ্যে আমন চাল পাওয়ায় ২ নম্বর গোডাউন সিলগালা

প্রকাশিতঃ ০২ আগস্ট, ২০২৩  

নিজস্ব প্রতিবেদক,ঝালকাঠির নলছিটিতে খাদ্য গুদামে বোরো চালের মধ্যে আমন চাল পাওয়ায় ২ নম্বর গোডাউন সিলগালা করে দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।  

বুধবার (২ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে গুদামটি সিলগালা করে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক শেখ গোলাম মাওলা।  

জানা গেছে, নলছিটি খাদ্য গুদামে ১৬০ মেট্রিক টন পুরাতন আমন চালকে নতুন বোরে চাল দেখিয়ে ২ নম্বর খাদ্য গুদামে ৪টি খামালে সংরক্ষণের মাধ্যমে গুদাম কর্তৃপক্ষ ২২ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে দুদক। এ অভিযান চালিয়ে বোরো চালের মধ্যে আমন চাল রাখার প্রাথমিক সত্যতা পায় দুদক।  

দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক শেখ গোলাম মাওলা বলেন, কি পরিমাণ আমন চাল আছে সে তথ্য পাওয়া যায়নি। তবে বোরো চালের মধ্যে আমন চালের অস্তিত্ব পাওয়া গেছে। বর্তমানে আমরা গুদামটি সিলগালা করেছি। এ বিষয়ে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।