মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

স্বামীকে হত্যার ১৪ বছর পর পলাতক স্ত্রী গ্রেফতার

প্রকাশিতঃ ২৭ জুলাই, ২০২৩  

অনলাইন ডেস্ক: জেলার সদর উপজেলায় স্বামীকে অপহরণ করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্ত্রী রহিমা আক্তার ধনি (৫৫) নামে এক পলাতক আসামিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।  
 
বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান। এরআগে, একই দিন দুপুরের দিকে সদর উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক রহিমা আক্তার ধনি নোয়াখালী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর নীলকুঠির মৃত আবু সোলায়মান মুহুরির স্ত্রী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৮ সালে মামলার ভিকটিম আবু সোলায়মান মাহমুদ ওরফে সোলায়মান মুহুরি নিখোঁজ হয়েছেন বলে তার স্ত্রী সুধারাম মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্তকারী ভিকটিমের মরদেহ উদ্ধার করেন। মামলার তদন্তে জানা যায়, নিহতের স্ত্রী ধনি নিজেই তার স্বামীকে অপহরণ ও হত্যার সঙ্গে সরাসরি জড়িত। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে অপহরণ ও হত্যা মামলায় আদালতে সোপর্দ করে। মামলার ১০ বছর পর তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যান।