মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

স্ট্রোক করে চালকের মৃত্যু,নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা, প্রাইভেটকার ও বাসে ধাক্কা,অটোরিকশার যাত্রী নিহত

প্রকাশিতঃ ২৪ জুলাই, ২০২৩  

নিজস্ব প্রতিবেদক :নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় ফায়ার সার্ভিসের চলন্ত গাড়িতে স্ট্রোক করে চালক নিহত হয়েছেন। এ সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা, প্রাইভেটকার ও বাসে ধাক্কা দিলে আরও একজন নিহত হন। এই দুর্ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। 

আজ সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শহরের চাষাঢ়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্ট্রোক করে মারা যাওয়া গাড়ি চালকের নাম জাহাঙ্গীর। অপর নিহতের পরিচয় জানা যায়নি।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন,গাড়ি চালানোর সময় ফায়ার সার্ভিসের গাড়িচালক স্ট্রোক করে মারা যান। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও প্রাইভেটকারসহ একাধিক যানবাহনে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী ছিটকে সড়কে পড়ে যান। এ সময় একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ওই যাত্রী মারা যান। এই ঘটনায় আরও পাঁচ জন আহত হয়ে খানপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। বিস্তারিত পরে বলতে পারবো।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, ‘ফতুল্লায় ফকির এপারেলস কারখানার আগুন নিয়ন্ত্রণে আছে। সেখানে যাওয়ার সময়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। দুজন মারা গেছে। বিস্তারিত পরে বলতে পারবো।’