মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হাতকড়া অবস্থায় পালিয়ে যাওয়া আসামি ১১ ঘণ্টা পর গ্রেপ্তার

প্রকাশিতঃ ০২ জুলাই, ২০২৩  

জেলা প্রতিনিধি:মাদারীপুরের ডাসারে গ্রেপ্তার হওয়া মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ১১ ঘণ্টা পর পুনঃরায় আটক করতে সক্ষম হয়েছে ডাসার থানা পুলিশ।

শনিবার (০১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার উত্তর ভাউতলী নামক গ্রামের একটি পাটক্ষেত থেকে তাকে পুনঃরায় গ্রেপ্তার করা হয়।

এর আগের দিন বেলা ১১টার দিকে ডাসার উপজেলার বয়াতিবাড়ি সংলগ্ন আদম আলী হাওলাদারের ইটভাটার পাশের সড়ক থেকে পুলিশের মটরসাইকেল থেকে লাফিয়ে দৌড়ে পালিয়ে যান গ্রেপ্তার হওয়া খোকন মুন্সী (৩২)। তিনি ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মোতালেব মুন্সীর ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খোকন মুন্সীকে গোপন তথ্যের ভিত্তিতে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকা থেকে শনিবার সকালে গ্রেপ্তার করেন ডাসার থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুশিল মুখোপাধ্যায়। একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে এবং মাঝে আসামিকে বসিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন সুশিল।

মোটরসাইকেলটি ডাসার থানার দিকে রওনা হয়ে বয়াতিবাড়ি এলাকার আদম আলী হাওলাদারের ইটভাটার কাছে পৌঁছালে সুযোগ বুঝে আসামি মোটরসাইকেল থেকে হাতকড়া পরা অবস্থায় লাফ দেন। পরে একটি পরিত্যক্ত ইটভাটার মধ্যে দিয়ে সজোরে দৌড়ে পালিয়ে যান তিনি।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, পালিয়ে যাওয়া ওই আসামিকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করেছে। পরে রাতে একটি পাটক্ষেত থেকে খোকনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে।