চোর চক্র সিধ কেটে ঘরে প্রবেশ, টাকা-স্বর্ণালঙ্কার লুট
প্রকাশিতঃ ২৭ জুন, ২০২৩
জেলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় এক হিন্দু বাড়িতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোর চক্র সিধ কেটে ঘরে প্রবেশ করে গৃহকর্তার হাত পাঁ বেঁধে পাঁচ বড়ি স্বর্ণালঙ্কার ও নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
সোমবার (২৭ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ধানসাগর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, ফিল্যাঞ্চার সুজন হালদার ও তার পিতা-মাতা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরে। এরপর আনুমানিক রাত আড়াইটার দিকে সিধ কেটে তিনজন চোর তাদের ঘরে প্রবেশ করে। এসময় সুজন হালদারের ঘুম ভেঙ্গে গেলে চোরেররা তার হাত-পাঁ বেঁধে ফেলে। এরপর তারা গৃহকর্তার গলায় ছুরি ধরে সোকেচে থাকা স্বর্ণের দুটি চেইন, দুইটি বালা, চারটি আংটি ও নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ও এলাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেন।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেন জানান, এ ব্যপারে ভুক্তভোগী পরিবার এজাহার দিলে মামলা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।