৫৯০ কেজি ভারতীয় চিনি জব্দ,আটক ১
প্রকাশিতঃ ১৩ জুন, ২০২৩
জেলা প্রতিনিধি:বিশেষ প্রতিবেদক: শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ৪ হাজার ৫শ’ ৯০ কেজি (১০২ বস্তা) ভারতীয় চিনিসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ জুন) সকালে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের উৎরাইল এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।
আটকরা হলেন, মাগুরা জেলার শালিখা উপজেলার রামানন্দকাঠি গ্রামের খালিদুর রহমান টিটু (২৬), একই উপজেলার আড়পাড়া গ্রামের তসলিমুর রহমান শিপলু (৩৮) ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নারকেলী গ্রামের সাগর ইসলাম মনির (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০২ বস্তা চিনিসহ ওই তিন জনকে আটক করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে চিনির বস্তাগুলো আনা হয়েছে। জব্দ করা চিনির বর্তমান বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকা।