সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভারতে প্রশিক্ষণরত অবস্থায় ইউএনওর মৃত্যুতে,পটুয়াখালী ও পিরোজপুর জেলা প্রশাসকের শোক

প্রকাশিতঃ ১২ জুন, ২০২৩  

অনলাইন প্রতিবেদক:পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১১ জুন) আনুমানিক সাড়ে ১১টার দিকে ভারতে বাংলাদেশের বেসামরিক কর্মচারীদের জন্য মাঠ প্রশাসনের ওপর মধ্য-ক্যারিয়ার প্রোগ্রাম শীর্ষক প্রশিক্ষণে থাকাকালীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তাঁর মৃত্যুতে পটুয়াখালী জেলা প্রশাসন ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ আবদুল্লাহ আল সাদি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বাউফলের ইউএনও ভারতে ট্রেনিংএ অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।’

জেলা প্রশাসক (ডিসি) ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়েছে।

এদিকে, তরুণ এই কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়েছেন পটুয়াখালীর নানান শ্রেণি-পেশার মানুষ। পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক জহিরুল ইসলামসহ তার কর্মস্থল বাউফলের রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি-বেসরকারি কমকর্তা-কর্মচারী, সাংবাদিক ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছেন।

আল-আমিন বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৩তম ব্যাচের একজন প্রশাসনিক কর্মকর্তা। ভারতে উত্তরখণ্ড প্রদেশের মিশরিতে ৪ জুন প্রশিক্ষণে যান। ১৮ জুন তাঁর কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। এর আগে ২০২১ সালের ৩১ অক্টোবর বাউফলে যোগ দেন আল-আমিন। তাঁর গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষকাটা ইউনিয়নের চুনাখালী গ্রামে। তিনি দুই কন্যা সন্তানের জনক। তার মৃত্যুর খবরে বাউফলে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই দিকে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিনের মৃত্যুতে শোক জানিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসক (ডিসি) ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, পিরোজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ জাহেদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আল-আমিনের স্ত্রী বুশরা ইসলাম দুই সন্তন নিয়ে বর্তমানে বাউফলে অবস্থান করছেন।পটুয়াখালী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে ইউএনও মোঃ আল আমিনের লাশ বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া চালানো হচ্ছে।