মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিতঃ ৩১ মে, ২০২৩
জেলা প্রতিনিধি:কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের নির্দেশনায় উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শোন্দহ ক্যাম্প পুলিশের অভিযানে মোঃ কামাল হোসেন (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
বুধবার (৩১ মে) সকালের দিকে এ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত কামাল ছাতিয়ান পারুল পাড়ার মৃত সামছুদ্দিনের ছেলে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ীতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।