সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পিরোজপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

প্রকাশিতঃ ৩১ মে, ২০২৩  

জেলা প্রতিনিধি:তামাক নয়,খাদ্য ফলান” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস।

আজ বুধবার(৩১মে)সকালে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালী শহরের সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় সামনে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রাশানক (সার্বিক) মাধবী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: মুকিত হাসান খাঁন, সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকী, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজসহ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

এ সময় বক্তারা তামাক চাষের স্থান সমূহে খাদ্য ফলানোর বিষয়ের আলোচনা করেন এবং তামাকের কর বৃদ্ধি, ই-সিগারেট নিষিদ্ধ করণ ও তামাক চাষ নিয়ন্ত্রণের দাবী জানান।