মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অবৈধ কারেন্ট ১৮০ পাউন্ড জাল জব্দ: জরিমানা আদায়

প্রকাশিতঃ ০৭ মে, ২০২৩  

জেলা প্রতিনিধি:মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চান্দগ্রাম বাজারে  প্রকাশ্যে কারেন্ট জাল বিক্রির দায়ে তিন ব্যক্তিকে জরিমানার পাশাপাশি অভিযান চালিয়ে ১৮০ পাউন্ড অবৈধ কারেন্ট জাল  জব্দ করা হয়েছে।

শনিবার (৬ মে ) বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান (অতি. দায়িত্ব)।  অভিযানে বড়লেখা থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার  চান্দগ্রাম বাজারে  প্রকাশ্যে কারেন্ট জাল বিক্রির দায়ে ৩ জন ব্যক্তিকে “মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০” এর আওতায় ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান (অতি. দায়িত্ব) বলেন,  আজকের অভিযানে ১৮০ পাউন্ড কারেন্ট জাল জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন বলেন,মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী  অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দের পাশাপাশি জরিমানা আদায় করা হয়েছে। হাকালুকি হাওরে মৎস্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।